• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন

×

পাটকেলঘাটা থেকে ডিবি পরিচয়ে ইজিবাইক চুরি

  • প্রকাশিত সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৭ পড়েছেন

আব্দুল মতিন :

পাটকেলঘাটায় ডিবি পরিচয়ে অভিনব কায়দায় ইজি বাইক চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী আহসান আলী সরদার।সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে পাটকেলঘাটা ওভারব্রীজ ইজিবাইক স্ট্যান্ড থেকে মিঠাবাড়ী গ্রামের শওকত আলীর পুত্র ইজিবাইক চালক আহসান আলী সরদারের ইজিবাইকটি ফ্রিজ কিনতে মিনিস্টার শো রুমে আসবে বলে অজ্ঞাত নামা দু’জন ব্যক্তি ডিবি পরিচয়ে ভাড়া করে। ফ্রিজের দোকান পৌছানোর আগে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ডিবি পরিচয় দানকারী একজন নেমে পড়ে, অপরজন ইজিবাইক নিয়ে মিনিষ্টার শো রুমের সামনে চলে আসে। কিছুক্ষন পরে যে ব্যক্তি পল্লী বিদ্যুৎ এর সামনে নেমে যায় তার থেকে হাতের হ্যান্ডকাপ নিয়ে আসতে বলে আরেক ডিবি পরিচয় দানকারী ব্যক্তি।

ইজিবাইক চালক পল্লী বিদ্যুৎ সমিতির সামনে গেলে নেমে যাওয়া ব্যক্তিতে খুঁজে না পেয়ে মিনিষ্টারের সামনে চলে আসে। এসে দেখে তার ইজিবাইক নেই, সাথে ডিবি পরিচয় দানকারী লোকটিও নেই। পরবর্তিতে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও ইজিবাইকের কোন সন্ধ্যান না পেয়ে ভুক্তিভোগী আহসান আলী সরদার পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এছাড়া মিনিস্টার শো রুমের সিসি টিভি ফুটেজে চুরি হওয়া ইজিবাইক ও ডিবি পরিচয় দানকারী দু’ব্যক্তিকে দেখতে পাওয়া যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA