• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

×

“দুর্যোগে বার-বার বেঁড়িবাঁধ ভেঙে প্লাবিত হলে সব উন্নয়ন ভেস্তে যেতে পারে” -পাইকগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষন অনুষ্ঠিত 

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩৬ পড়েছেন
স্নেহেন্দু বিকাশঃ
পাইকগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এস,ও,ডি এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়া প্রদান পদ্ধতি শক্তিশালী করণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে পরিষদ হলরুমে প্রশিক্ষনের প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব নাহিদ সুলতানা মল্লিক। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে  এ কর্মশালায় সরকারি কর্মকর্তারা ও জনপ্রতিনিধি, সমাজকর্মী ও এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ গ্রহন করেন। বক্তারা উপকূলীয় এলাকায় দুর্যোগ পুর্ব প্রস্তুতি, দুর্যোগকালে করনীয় ও দুর্যোগ পরবর্তীতে বিভিন্ন পদক্ষেপ গ্রহনে পরামর্শ দান ও পুর্ব অভিজ্ঞতা বিনিময় করেন।  সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রশিক্ষন কর্মশালায় বক্তারা জলবায়ুর পরিবর্তন জনিত প্রভাবে  উপকূলীয় এলাকায় ৬০ দশকের বেঁড়িবাঁধ এখন নিচু ও ঝুকিপূর্ণ বলে উল্লেখ করেন। এ প্রেক্ষাপটে  উপকূলীয় অঞ্চলের মানুষকে বাঁচতে হলে টেকসই বেঁড়িবাঁধ  ও সুপেয় পানি ব্যবস্থাপনা খুবই জরুরী। সরকারের যতই উন্নয়ন হোক না কেন,  প্রকৃতিক দুর্যোগে  বার-বার বেঁড়িবাঁধ ভেঙ্গে পোল্ডার প্লাবিত হলে সব উন্নয়ন ভেস্তে যেতে পারে।
প্রশিক্ষনে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, গ্রীন কল্যান ফাউন্ডেশনের পরিচালক শাকেরা বানু,সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল আলম শামিম,ওসি মোঃ ওবায়দুর রহমান। প্রশিক্ষনে আরোও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী শাহাদাৎ হুসাইন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ,সহকারী অধ্যাপক মোমিন উদ্দীন, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, আরিফুজ্জামান তুহিন, জিএম আঃ ছালাম কেরু,প্যানেল চেয়ারম্যান শংকর কুমার বিশ্বাস, সাইফুল ইসলাম, পুলকেশ কুমার রায়,সিপিপি’র টিম লিডার আব্দুল্লাহ আল মামুনসহ কমিটি সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA