• E-paper
  • English Version
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন

×

বর্তমান সরকার পাটের ঐতিহ্য ফেরাতে বৈচিত্রময় পণ্য তৈরি ও তার ব্যবহার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে- কাজী নাবিল আহমেদ এমপি

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩০ পড়েছেন

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি বলেছেন, পাট শিল্প রক্ষা করতে হলে কৃষকদের পাট উৎপাদনে গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকার পাটের ঐতিহ্য ফেরাতে বৈচিত্র্যময় পণ্য তৈরি এবং তার ব্যবহার নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্বে বাংলাদেশের পাট পণ্য সুনাম অর্জন করায় রপ্তানি বেড়েছে। ভবিষ্যতে এ সুনাম ধরে রাখতে পারলে বাংলাদেশের পাট পণ্য বিশ্ব বাজারের দখলে থাকবে। পরিবেশ ধ্বংসকারী পলিথিনের ব্যবহার বন্ধ করে সোনালী আঁশের তৈরি সোনালী ব্যাগ, বস্তা, কার্পেটসহ বিভিন্ন পাট পণ্য ব্যাপক হারে বাজারজাত করার গুরুত্বারোপ করেন। বৃহস্পতিবার দুপুরে ফুলতলার দক্ষিণডিহিতে অবস্থিত আইয়ান জুট মিলস্ লিঃ এর
কনফারেন্স রুমে “পাট শিল্প খাতের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের উপায় বের করা এবং জাতীয় অর্থনীতিতে পরিবেশ বান্ধব পাটের ভূমিকা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জুট মিলস্ এসোসিয়েশন ও বাংলাদেশ বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন আইয়ান জুট মিলের পরিচালক ও বিজিএমই এর পরিচালক মোহাম্মদ জহির উদ্দিন রাজিব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান ও সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা। সেমিনারে মুখ্য আলোচক ছিলেন ফুলতলা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সহ—সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তৃতা করেন আইয়ান জুট মিলের উপ—মহাব্যবস্থাপক অনুপম মিত্র। বিজিএমই এর সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র রায় এর পরিচালনায় অন্যান্যের বক্তৃতা করেন আইয়ান জুট মিলের মহা—ব্যবস্থাপক মোর্শেদ আহম্মেদ, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ^াস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান প্রমুখ। সেমিনারে বিভিন্ন মিলের প্রায় ৫০ জন প্রতিনিধি অংশ গ্রহণ করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA