• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

×

বাংলাদেশের জয় চাই

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩২ পড়েছেন
ড. সাঈদুর রহমানের কলামঃ
শ্রীলংকার-নেপাল ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার কারণে গ্রুপ পর্ব থেকেই শ্রীলংকার বিদায় নিশ্চিত হয়ে গেছে। ‘ডি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা তাদের সুপার এইট কনফার্ম করে ফেলেছে। বাংলাদেশ-নেদারল্যান্ড ম্যাচে যে দল জয়লাভ করবে, তাদের পয়েন্ট হয়ে যাবে ৪, ফলে শ্রীলংকার পক্ষে আর কোনোভাবেই সুপার এইটে যাওয়া সম্ভব হবে না। বাংলাদেশ এখন দারুণ সুবিধাজনক জায়গায় রয়েছে। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ যদি আজকে নেদারল্যান্ডসকে হারাতে পারে, তাহলে বাংলাদেশের সুপার এইটে যাওয়া সহজ হয়ে যাবে। নিউইয়র্কের নাসাউ ইন্টারন্যাশনাল কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের উইকেট কিন্তু সেন্ট ভিনসেন্টের উইকেট নয়। সেন্ট ভিনসেন্টের আরনস ভিলা স্টেডিয়ামে বাংলাদেশ আজকের ম্যাচ এবং আগামী ১৬ তারিখে নেপালের বিরুদ্ধে ম্যাচটি খেলবে। ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি এবারের বিশ্বকাপে চোখ রাঙানো শুরু করেছে। একাধিক ম্যাচ বৃষ্টির কবলে পড়েছে। প্রথম দুটি ম্যাচে বাংলাদেশের বোলিং দুর্দান্ত হয়েছে। আশা করা যায় যে, বাংলাদেশের বোলিং নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। কিন্তু ব্যাটিং দীর্ঘদিন ধরেই ভালো হচ্ছে না। তৌহিদ হৃদয় দারুণ ফর্মে রয়েছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তার এই ফর্ম কিন্তু ধরে রাখতে হবে। নেদারল্যান্ডসের বেশকিছু খেলোয়াড় রয়েছেন, যারা সত্যিকার অর্থে বিপদজনক। নিজেদের দিনে যে কোন দলকে তারা নাকানি-চুবানী খাইয়ে দিতে পারে। ম্যাক্স ও দাউড, বিক্রমজিৎ সিং, সাইব্র্যান্ড এনজেলব্রেখট, অধিনায়ক স্কট এডওয়ার্ড, লোগান ফন বিক, বাস ডি লিডি বিশ্বব্যাপী পরিচিত নাম। বিভিন্ন ফ্রাঞ্চাইজি লীগেও তাদের যথেষ্ট গুরুত্ব রয়েছে। সাইব্র্যান্ড এনজেলব্রেখট নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের ড্রপ ইন পিচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৫ বলে ৪০ রান করেছিলেন। এর আগে ডালাসে নেপালের বিরুদ্ধে ম্যাক্স ও দাউড লো স্কোরিং ম্যাচে ৪৮ বলে ৫৪ রান করেছিলেন। স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার টিম প্রিঙ্গেল নেপালের বিরুদ্ধে নিয়েছিলেন ৩ উইকেট এবং ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার লোগান ফন বিক‌ও নিয়েছিলেন ৩ উইকেট। এছাড়া ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার পল ফন মিকারেন এবং ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার বাস ডি লিডি যথেষ্ট কার্যকর বোলার। তাই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভালো করার জন্য বাংলাদেশকে অবশ্যই অলরাউন্ড ক্রিকেট খেলতে হবে। টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে নিশ্চয়ই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কাজ করছে। কিন্তু ব্যর্থতার এই বৃত্ত থেকে কিভাবে বের হয়ে আসতে হবে, সেটা অবশ্য তারা এখনো খুঁজে বের করতে পারেননি। সৌম্য সরকারকে ড্রপ করে জাকের আলী অনিককে দলভুক্ত করা নিঃসন্দেহে ভালো সিদ্ধান্ত। নাজমুল হোসেন শান্তকে গত ম্যাচে ওপেনারের ভূমিকায় আসতে হয়েছিল। তানজিদ হাসান তামিমের সাথে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে কে ইনিংসের গোড়াপত্তন করবেন, সেটা সময়‌ই বলে দেবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৯ রানের ২ উইকেট এবং ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে যেভাবে চাপে পড়েছিল বাংলাদেশ, সেভাবে চাপে পড়লে কোন ম্যাচেই বড় স্কোর করা সম্ভব নয়। লিটন কুমার দাসকে অবশ্যই বড় রান করতে হবে। তবে সাকিব আল হাসান না বলে, না ব্যাটে সুবিধা করতে পারছেন। বীরেন্দর শেবাগ ইতিমধ্যেই বলে ফেলেছেন, সাকিব আল হাসানের উচিত অবসর নেওয়া। হয়তো সাকিব আল হাসানের এটি শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ম্যাচের পর ম্যাচ অফ ফর্মে থাকবেন -এটা কিছুতেই হতে পারে না।  হয়তো এই ম্যাচে আমরা সেই চিরচেনা সাকিবকে দেখতে পাবো। তৌহিদ হৃদয় গত দুই ম্যাচে যে আত্মবিশ্বাস পেয়েছেন, সেটাকে পুরোটা বিশ্বকাপ জুড়ে ধরে রাখতে হবে। মনে রাখতে হবে, বিগত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের ব্যাটসম্যানদের ধারাবাহিকতার যে অভাব, সেখানে যিনি ভালো করবেন তাকে অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে। অন্যদের উপর ভরসা করার চেয়ে, নিজেকেই দলের জন্য বেশি নিবেদন করতে হবে। মাহমুদ‌উল্লাহ রিয়াদ নিঃসন্দেহে লোয়ার মিডল অর্ডারে যথেষ্ট ভরসা দিয়েছেন। টপ অর্ডারের ব্যাটসম্যানরা আরেকটু ভালো করলে নিশ্চয়ই মাহমুদ‌উল্লাহ অনেক বেশি নির্ভার ব্যাটিং করতে পারতেন। বিশ্বকাপের আগে বা বিশ্বকাপ খেলতে যাওয়ার পরে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে যতটা নেতিবাচক কথা বলা হয়েছিল, সেই তুলনায় নিঃসন্দেহে বাংলাদেশ দল এখনো পর্যন্ত অনেক ভালো পারফর্ম করেছে। আজকের ম্যাচে এই ধারাবাহিকতা বজায় রেখে নিশ্চয়ই নেদারল্যান্ডসের বিরুদ্ধে বাংলাদেশ জয় তুলে নেবে এবং সুপার এইটের সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলবে, এই প্রত্যাশাই রইল।

লেখক: জাতীয় ক্রীড়া ভাষ্যকার, বেতার ও টেলিভিশন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA