শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন বলেছেন, বাংলাদেশের প্রতিটি উন্নয়ন আওয়ামী লীগের হাত ধরে এসেছে। আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে রয়েছে। আজ বাংলাদেশের যত অর্জন, সেগুলো আওয়ামী লীগের দ্বারাই। দেশের মানুষের ভাগ্য উন্নয়নই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য। আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। তিনি আরো বলেন, আওয়ামী লীগ গণমানুষের ও জনগণের অধিকার আদায়ের সংগঠন। জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন হচ্ছে আওয়ামী লীগ। বারবার আঘাত করেও এ সংগঠনের কেউ ক্ষতি করতে পারেনি। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করতে পেরেছে বলেই বারবার জনগণ ভোট দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থসামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নতি হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশ আজকে বিশ্বদরবারে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বে আজকে মাথা উঁচু করে চলার সুযোগ সৃষ্টি হয়েছে। কাজেই তা ধরে রেখেই সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
সোমবার বাদ মাগরিব বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (হীরক জয়ন্তী) উপলক্ষে দৌলতপুর থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তৃার বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, নির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন ও মো. মনিরুজ্জামান খান খোকন, খুলনা-৩ আসনের নির্বাচনী চীফ এজেন্ট শেখ মাহবুবুর রহমান। দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দের পরিচালনায় এসমেয় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. মফিজুর রহমান জিবলু, কাউন্সিলর মো. শাহাদাৎ মিনা, আব্দুর রউফ মোড়ল, সৈয়দ হাসিবুর রশীদ, মো. মফিজুর রহমান হিরু, তরফদার মনিরুল ইসলাম, মো. শেখ রোজাউল ইসলাম, জাফর ইকবাল মিলন, হারুন অর রশিদ, মো. ওয়াহিদুজ্জামান, মাকসুদ হাসান পিকু, মো. ফায়েজুল ইসলাম টিটো, কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, কাউন্সিলর সাহিদা আক্তার, ছাত্রলীগ নেতা নিশাত ফেরদৌস অনিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA