• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন

×

খুলনা ডিএনসির অভিযান ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৩১ পড়েছেন

মো.আরিফুর রহমান:

খুলনা জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ সময় তাদের নিকট থেকে মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়। বুধবার বেলা সাড়ে এগারোটায় রুপসা ট্রাফিক মোড় সংলগ্ন বি,আর,টিসি কাউন্টারের সামনে থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং দুই নারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের নাম তানিয়া আক্তার এবং মোসাঃ সাগরিকা খাতুন। তারা উভয়েই যশোর জেলার উলাশী ইউনিয়নের লাউতরা গ্রামের বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। তারা খুলনা থেকে ফেনসিডিল নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো। পূর্বে তারা একাধিকবার গ্রেফতার হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন কায়দায় তারা মাদক পাঁচার করে আসছিলো। এবার তারা পরিহিত পোষাকের সাথে অতিরিক্ত শর্ট/বøাউজ তৈরী করে ফেনসিডিল বহন করে নিয়ে যাচ্ছিলো। ঘটনা সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা সদর থানাধীন রূপসা বাস টার্মিনালের পশ্চিম পার্শ্বে বি,আর,টি,সি বাস কাউন্টারের সামনে খুলনা টু পটুয়াখালী গামী বি.আর,টি,সি যাত্রীবাহী এসি বাসে সিটে যাত্রীবেসে বসা আটককৃত তানিয়া আক্তার (৩৮) ও মোসাঃ সাগরিকা খাতুনের (২৪) দেহ তল্লাশী করে তাদের কাছে থেকে ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আটককৃতরা বিশেষ ভাবে তৈরী ব্লাউজ আকৃতির শর্ট ব্লাউজ তৈরী করে তার মধ্যে মোট ৫৫ বোতল ফেনসিডিল লুকিয়ে নিয়ে যাচ্ছিলো। মামলার বাদী খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহমান বলেন, আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর পূর্বেও তাদেরকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে আমরা সংবাদ পাই যে, ফেনসিডিলসহ দুই নারী যাত্রী বেসে মাদক পাচার করছে। এর প্রেক্ষিতেই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

খুলনা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীরা বর্তমানে বিভিন্ন কৌশলে মাদকের চোরাচালান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা অপরাধীদের গ্রেফতারে সক্রিয় রয়েছি। রুপসা ট্রাফিক মোড়ে হওয়া অভিযানে আটককৃতরা বøাউজের মতো করে পোষাক বানিয়ে তার মধ্যে করে ফেনসিডিল নিয়ে যাচ্ছিলো। আমরা গোপন সংবাদের মাধ্যমে অবগত হয়ে অভিযান পরিচালনা করে এ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বুধবারের এ অভিযানে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী উপ- পরিদর্শক মোঃ মনজুরুল বাসার, সিপাই যথাক্রমে মোঃ শাহাজাদা, মোঃ শরিফুল ইসলাম, মোঃ হালিমুজ্জামান, মোর বরকত, সুদের কুন্ডু, ইমাম হোসেন শামীম এবং মহিলা ওয়্যারলেস অপারেটের তনিমা আহম্মেদ তনু উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA