• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন

×

বাগেরহাটে জলবায়ু পরিবর্তন জনিত ঝুকি হ্রাস বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৩৩ পড়েছেন

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের জেলা প্রশাসক মোহা খালিদ হোসেন বলেছেন, সকলে মিলে কাজ করলে ফিল্ডে চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহজ হয়। সরকারী- বেসরকারী উন্নয়ন মুলক প্রকল্প কাজে স্বচ্ছতা থাকে এবং শতভাগ সফলতা আসে। তৃনমুলের কাজে ইউপি সচিব ও মেম্বরদের সম্পৃক্ত করলে উপকারভোগি সিলেকশন যথাযথ হয়। দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতিপুরনে পল্লী কর্ম সহায়ক ফান্ড ও বেসরকারী সংস্থা নবলোক পরিষদের আয়োজনে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ ওয়ার্কশপে সভাপতিত্ব ও প্রজেক্ট প্রকল্প কাজ নিয়ে বক্তব্য রাখেন পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বী ছাদেক আহমাদ। এখানে স্বাগত বক্তব্য নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবাল। ওয়ার্কশপে বাগেরহাটের মোংলা উপজেলায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও করনীয় বিষয়ে ফিল্ডের কার্য্যক্রম উপস্থাপন করেন নবলোক পরিষদের কর্মসুচী সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমান ও আর.আর এফের সিনিয়র সহকারী পরিচালক ড. অসিত বরন মন্ডল। ওয়ার্কশপে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা, প্রানী সম্পদ দপ্তরের কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। অংশ গ্রহনকারীরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে প্রজেক্ট প্রকল্প কাজ বাস্তবায়ন নিয়ে নানা সুপারিশ প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA