দেশ প্রতিবেদকঃ
বাগেরহাটের রামপালে একজন নিকাহ রেজিষ্টারের কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙ্গচুরের পর এবার তার তালাকপ্রাপ্ত স্ত্রী আয়শা বেগম তালা ভেঙ্গে বাড়ির দখল নেয়ায় ওই নিকাহ রেজিষ্টার এখন বাড়িতে ঢুকতে সাহস পাচ্ছেনা। তিনি এখন প্রতিকার চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে। নিকাহ রেজিষ্টার শেখ মো. নাজিম উদ্দিন বলেন, রামপাল থানায় এজাহার করেও পুলিশের সহযোগীতা পাচ্ছিনা। কোথাও সহযোগীতা না পেলে শেষ পর্যন্ত তিনি আত্মহত্যা করবেন এমন হুমকি দিয়েছেন । পারিবারিক কলহের জের ধরে উপজেলার রামপাল সদর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের বসিন্দা জেলা নিকাহ রেজিষ্টার সমিতির সাধারন সম্পাদক ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ মো. নাজিম উদ্দিনকে ঈদুল আযহার আগের দিন গত ১৬ জুন সকাল ১০ টায় প্রতিপক্ষ তার দুই শ্যালক পার্শ্ববতর্ী গোবিন্দপুর গ্রামের আলী আকবর (২৫), ওমর ফারুক শেখ (২০) ও তার একমাত্র ছেলে মালিডাঙ্গা গ্রামের শেখ মো. তাজিম উদ্দিন বাড়িতে ঢুকে গালিগালাজ করতে থাকে। নাজিম উদ্দিন প্রতিবাদ করলে তারা তার উপর হামলা করে এলোপাতাড়ি ভাবে মারধর করলে তিনি গুরুতর আহত হন। এসময় হামলকারিরা তার বাড়ি সংলগ্ন নিকাহ রেজিষ্টার কার্যালয়ে ঢুকে সরকারি ভাবে সরবরাহ করা নিকাহ ও তালাক সংক্রান্ত যাবতীয় মুল্যবান খাতাপত্র, তছনছ করে। এসময় তারা তার মেয়ের ল্যাপটপ কেনার জন্য রাখা ৮৩ হাজার টাকাও তারা নিয়ে যায়। ঘটনা টের পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারিরা চলে যায়। সরেজমিনে ওই রেজিষ্টার অফিসে গিয়ে দেখা গেছে যাবতীয় আসবাপত্র, একটি মোটর সাইকেল ও অণ্যান্য মালামাল ভাঙ্গচুর করে চুরমার করে ফেলা হয়েছে। ব্যবহার করার মতো তেমন কোনো মালামাল অবশিষ্ট নেই। স্থানীয় বেশ কয়েকজন এঘটনার সত্যতা শিকার করে বলেন, এমন তান্ডব আমরা দেখিনি।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে নাজিম উদ্দিন তার স্ত্রী আয়শা বেগমকে তালাক দিয়েছেন। তালাকের পর স্ত্রী আয়শা বেগম গত ২৩ জুন রাতে তার সন্তানদের নিয়ে ওই বাড়ির তালা ভেঙ্গে দখল নেয়। এরপর নাজিম উদ্দিন ফের হামলার ভয়ে বাড়িতে যেতে ভয় পাচ্ছেন। তিনি এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে প্রতিকার চেয়ে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘূরছে। নাজিম উদ্দিন বলেন স্কুলের পরীক্ষার খাতা পত্র ওই বাড়িতে থাকায় তিনি হামলার ভয়ে তা আনতে যেতে পারছেনা। নাজিম উদ্দিনের স্ত্রী আয়শা বেগম বলেন আমি বাড়ির তালা ভেঙ্গেছি একথা সত্য নয়। আমি আমার বাড়িতে উঠেছি। তিনি তার বাড়িতে আসবে তাতে বাধা দেবে কে?
উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,মেয়র, খুলনা সিটি কর্পোরেশন। সম্পাদক: মো: মুন্সি মাহবুব আলম সোহাগ। আইটি ইনচার্জ : মোঃ নাঈমুজ্জামান শরীফ । প্রকাশনা, বার্তা ও বাণিজ্যিক বিভাগ: "জাহান মঞ্জিল" ৪০, সিমেট্টি রোড (বেণী বাবু রোড), ফুলমার্কেট, খুলনা। dailydeshsanjog@gmail.com, sohagkhulna@gmail.com, online.deshsanjog.news@gmail.com যোগাযোগ করুন: info@deshsanjog.com</p>
দৈনিক দেশ সংযোগ