• E-paper
  • English Version
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

×

কলারোয়ায় জটিল রোগে আক্রান্ত রোগীদের আর্থিক অনুদানের চেক বিতরণ

  • প্রকাশিত সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৪৮ পড়েছেন
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের চিকিৎসা সেবা কর্মসূচির আওতায় ওই আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। রবিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে ২৩ জন রোগী ও রোগীর পরিবারের হাতে চিকিৎসা সেবার্থে সরকারি অনুদানের অর্থ বিতরণ করা হয়।  উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল,আফজাল হোসেন হাবিল, বিশাখা তপন সাহা, কাউন্সিলর আকিমুদ্দিন দফাদার, রফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের নেতা মাসুমুজ্জামান মাসুম, উপজেলা স্বেচ্ছেসেবক লীগের সভাপতি আশিকুজ্জামান মুন্না, কলারোয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক শেখ জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে এর আগে স্বাগত বক্তব্য দেন-উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা নুরে আলম নাহিদ।এছাড়া উপস্হিত ছিলেন ও বক্তব্য দেন- ফিল্ড সুপারভাইজার(অতিরিক্ত দায়িত্ব) আমিনুর রহমান, অফিস সহকারী আসাদুজ্জামান আসাদ সহ সুধি ও উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায়  ক্যান্সারসহ জঠিলরোগে আক্রান্ত ২৩ ব্যক্তির মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে সাড়ে ১১ লাখ টাকা বিতরণ করা হয়।
জু/আ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA