• E-paper
  • English Version
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন

×

যারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি করে রাজাকারদের উস্কানি দিবে তাদের ক্ষমা নেই-সিটি মেয়র

  • প্রকাশিত সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩১ পড়েছেন

খবর বিজ্ঞপ্তিঃ

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, যারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি করে রাজাকারদের নিয়ে আস্ফালন করবে তাদের বাংলার মাটিতে ঠাঁই নাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে এই দেশটি স্বাধীন করেছেন। তারা জীবনের মায়া ত্যাগ করে দেশ ও দেশের মানুষের কল্যাণে মুক্তিযুদ্ধ করে এই ভূখন্ডটিকে স্বাধীন করেছেন। আজ তাদের এই কষ্টার্জিত স্বাধীনতাকে নিয়ে ’৭১-এর পরাজিত শত্রু আর ৭৫-এর খুনীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তারা যেন আর কোন দিন সরকার, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে কোন প্রশ্ন করতে না পারে সেজন্যে ওদেরকে চিরতরে স্তব্দ করে দিতে হবে। তিনি দলের নেতাকর্মী ও খুলনাবাসির প্রতি আহবান জানিয়ে বলেন, আপনাদের সন্তানদেরকে সতর্ক রেখে লেখাপড়া শেখাবেন। ওদের যেন দেশ বিরোধী পরাজিত শত্রুরা স্পর্শ করতে না পারে। দেশ ও জাতির জন্য ওরা ভয়াঙ্কর। ওদের আর ক্ষমা করা হবে না। ওরা যেখানেই অবস্থান করবে সেখানেই ওদেরকে প্রতিহত করা হবে। তিনি আরো বলেন, সরকার যে কোটা পদ্ধতি চালু রেখেছেন। এটিই রাষ্ট্র পরিচালনায় কার্যকর হবে। রাজাকার আলবদর আলশামস্দের আর এদেশে বাড়তে দেয়া হবে না। তিনি সকলকে সতর্ক থাকতে আহবান জানান।

গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় দলীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময়ে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রফিকুর রহমান রিপন, মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু, জেলা আওয়ামী লীগ যুুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, রকিবুল ইসলাম লাবু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মো. সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, পারভেজ হাওলাদার, মো. ইমরান হোসেন, জেসমিন সুলতানা শম্পা, নুরজাহান রুমি, নূরীনা রহমান বিউটি, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, নাছরিন ইসলাম তন্দ্রা, নিপা মোলানিছা আইরিন, জেসমিন আফরোজা বিথী, মেহজাবিন খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA