• E-paper
  • English Version
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

×

বিটিভি’র সম্প্রচার পুনরায় চালু

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ৩৯ পড়েছেন

ঢাকা অফিসঃ

কোটা বিরোধী আন্দোলনে বেশ কিছুদিন থেকে সারা দেশ উত্তাল। দিনে দিনে এই উত্তেজনা বেড়েই চলেছে। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত হয়েছেন বেশ কয়েকজন এবং আহত হয়েছেন শত শত শিক্ষার্থী। কোটার যৌক্তিক সংস্কার এবং শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে শিক্ষার্থীরা। এদিন সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, এমনকি অগ্নি সংযোগের ঘটনাও ঘটে। এই আন্দোলনকে ঘিরে বিটিভি ভবনে আগুন দেয় আন্দোলনকারীরা। তাই এইদিন সন্ধ্যার পর থেকে বিটিভি সম্প্রচার বন্ধ হয়ে যায়। মূলত কয়েকটি বেসরকারি বিশ^বিদ্যায়ের শিক্ষার্থীরা কুড়িল বিশ^রোড, বাড্ডা নতুনবাজার মোড়, মেরুল বাড্ডা এবং রামপুরা টিভি সেন্টারের মোড়ে অবস্থান নেয়. এসব এলাকায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্ররীগ মিছিল করে  ধাওয়া দেয়ার চেষ্টা করলে সংঘর্ষ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপুরে  রামপুরা টিভি সেন্টার মোড়ে কয়েকশ’ শিক্ষার্থী জড়ো হন। এ সময় পুলিশ ডেমরা রোডের দিক থেকে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করতে থাকে।

একপর্যায়ে রামপুরা থানার সামনে শিক্ষার্থীরা জড়ো হলে পুলিশ নিরাপদ দূরত্বে গিয়ে অবস্থান নেয়। বিকাল ৪টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাংলাদেশ টেলিভিশনের ২ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এমনকি টেলিভিশন সেন্টারের কমপাউন্ডে রাখা ১২টি গাড়ি এবং ১০টি মোটরসাইকেলে আগুন দেয়। বিটিভি ভবনের প্রতিটি রুমে ঢুকে আগুন ধরিয়ে দেয় তারা। এ অবস্থায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও সম্প্রচার লাইন জ্বলে যাওয়ায় এদিন সন্ধ্যা থেকে বিটিভি’র সম্প্রচার বন্ধ হয়ে যায়। গতকাল বিকালে ফের চালু হয় বিটিভি’র সম্প্রচার। তবে বিটিভি’র নিরাপত্তা জোরদারে এরই মধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA