• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

×

বুদ্ধিমত্তা দিয়ে লেখনির মাধ্যমে নৈরাজ্য মোকাবেলা করে দেশকে রক্ষা করতে হবে- কেইউজে এর নির্বাহী সভায় বক্তারা

  • প্রকাশিত সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১৯ পড়েছেন

সংবাদ বিজ্ঞপ্তিঃ

কেইউজে এর নির্বাহী সভায় বক্তারাবুদ্ধিমত্তা দিয়ে লেখনির মাধ্যমে নৈরাজ্যমোকাবেলা করে দেশকে রক্ষা করতে হবেদেশের এই সংকটময় মূহুর্তে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। বুদ্ধিমত্তা দিয়ে লেখনির মাধ্যমে দেশজুড়ে নৈরাজ্য মোকাবেলা করে দেশকে রক্ষা করতে হবে। বক্তারা বলেন, নৈরাজ্যকালে নাশকতার হাত থেকে রক্ষা পায়নি সাংবাদিকরা। নির্মমভাবে সাংবাদিকদের হত্যা করা হয়েছে। করা হয়েছে নির্যাতন। সাংবাদিকতার কাজে যারা বাঁধাগ্রস্থ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। নবম ওয়েজবোর্ড সংশোধনসহ আট দফা দাবি বাস্তবায়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, বললেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

শনিবার বেলা ১১ টায় খুলনা প্রেস ক্লাবের শহীদ হুমায়ুন কবীর বালু মিলনায়তনে খুলনা সাংবাদিক ইউনিয়নের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: সাঈয়েদুজ্জামান সম্রাটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেনের সঞ্চালনায় বক্তৃতা করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ—সভাপতি নির্বাচিত হয়েছেন মো: আমিরুল ইসলাম, সহ—সভাপতি কাজী শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার ও নির্বাহী সদস্য নেয়ামুল হোসেন কচি, লিয়াকত হোসেন, উত্তম কুমার সরকার প্রমুখ। সভায় আগামী খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন পরিচালনার জন্য মুন্সি মাহবুব আলম সোহাগ চেয়ারম্যান হেদায়েৎ হোসেন মোল্লা ও এনামুল হক এবং বিএফইউজে—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (খুলনার জন্য) নির্বাচন পরিচালনার জন্য এস এম জাহিদ হোসেন চেয়ারম্যান সুনীল দাসকে সদস্য করে কমিটি গঠণ করা হয়েছে। এছাড়া সংবিধান সংশোধনী কমিটিসহ বাৎসরিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সভায় খুলনা সাংবাদিক ইউনিয়নকে সংঘবদ্ধ করে ঐক্যমতের ভিত্তিতে কাজ করার আহবান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA