• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন

×

দিঘলিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

  • প্রকাশিত সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৫৩ পড়েছেন
সৈয়দ আবুল কাসেম, দিঘলিয়াঃ
দিঘলিয়া উপজেলায় মৎস্য সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে, দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত থেকে বক্তব্য রাখেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। অনুষ্টানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দিঘলিয়া মোঃ মঞ্জুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার হীরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, দিঘলিয়া  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী।
আরো বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লোখোহাটি গ্রামের বিশিষ্ট মৎস চাষি গাজী আঃ কাদের, গাজীরহাট ইউনিয়নের মৎস্যচাষি জীবন কুমার রায় দিঘলিয়ার মৎস্য চাষি মোঃ মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্টানে দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০০ মৎস্য চাষি ও মৎস্যজীবিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরবর্তী র ্যালী ও দিঘলিয়া উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA