• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন

×

মোংলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

  • প্রকাশিত সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২৮ পড়েছেন
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মোংলায় জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে পোনা মাছ অবমুক্তকরণ ও এক বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অতিথিরা। পরবর্তীতে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এক আলোচনা সভা শেষে সেরা মৎস্য চাষীদের ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না’র সভাপতিত্বে বাগেরহাট-৩ আসনের সাংসদ বেগম হাবিবুন নাহার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি হাবিবুন নাহার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মৎস্য চাষীদের নানা রকম প্রণোদনা দিচ্ছেন। আমরা মাছে ভাতে বাঙালি, প্রধানমন্ত্রী পল্লী এলাকায় দরিদ্র ভূমিহীন জনগোষ্ঠী সহ জলাভূমি তীরবর্তী মৎস্যজীবি সম্প্রদায়ের আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেছেন, তাই সবাই আমরা ভোরবো মাছে মোদের দেশ করব স্মার্ট বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস-চেয়ারম্যান মো: জামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, মোংলা থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম সহ মৎস্যচাষি ও মৎস্যজীবীগণ।
উল্লেখ্য, ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে মৎস্য সপ্তাহ পালিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA