• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন

×

বিরল প্রজাতির চারটি মদনটাক পাখি সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অবমুক্ত

  • প্রকাশিত সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৩৪ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলার ঠাকুরপুর সীমান্ত এলাকা উদ্ধার হওয়া বিরল প্রজাতির চারটি মদনটাক পাখি সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল সানবীর হাসান মজুমদার মদনটাক পাখিগুলোকে সুন্দরবনে অবমুক্ত করেন।বিজিবি অধিনায়ক লে. কর্নেল সানবীর হাসান এসময় সাংবাদিকদের জানান, গত ৩১ জুলাই রাতে চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্ত এলাকা থেকে উক্ত চারটি বিরল প্রজাতির মদনটাক পাখি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। পরে পাখি গুলোকে সুন্দরবনে ছেড়ে দেওয়ার জন্য বিজিবি’র যশোর আঞ্চলিক অফিস থেকে সংগ্রহ করা হয়। শনিবার দুপুরে মদনটাক পাখিগুলোকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্যঃ একাকি চলাফেরা করতে অভ্যস্থ মদনটাক পাখি গুলো সুন্দরবনে দেখতে পাওয়া যায়। সাধারণত তারা জলাভূমি বা নদীর মোহনার কাছাকাছি বসবাস করে। এর সংখ্যা কমে যাওয়ায় আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা মদনটাক বা হাড়গিলা পাখিটাকে বিপন্ন প্রায় প্রজাতির পাখি বলে ঘোষণা দিয়েছেন।এসময় সেখানে বনবিভাগ কলাগাছিয়া ইকোট্যুরিজম এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আল জামীসহ বনবিভাগ ও বিজিবি নীলডুমুর ব্যাটেলিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA