• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ অপরাহ্ন

×

মোংলায় কোন রকম আংশিকভাবে শুরু হয়েছে থানা পুলিশের কার্যক্রম

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২০ পড়েছেন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
মোংলায় এখনও পুরোপুরি শুরু হয়নি থানা পুলিশের কার্যক্রম। তবে কোন রকমভাবে আংশিক কার্যক্রম চলছে, অর্থাৎ শুধু জিডি নেয়া হচ্ছে। এছাড়া মামলাসহ বাকী সব কাজ বন্ধ রয়েছে। সম্পূর্ণ বন্ধ রয়েছে দুইটি ফাঁড়ির কাজও। মোংলা সদর ফাঁড়ি ও চটেরহাট ফাঁড়ি সম্পূর্ণ বন্ধ রয়েছে। সেখানে কোন পুলিশ কর্মকর্তা ও সদস্য নেই। সকলেই থানায় অবস্থান করছে।
এাদিকে পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় বেড়েছে অপরাধমূলক কর্মকাণ্ড। একের পর এক চিংড়ি ঘের দখল ও লুটপাটে আতংকিত পুরো মোংলাবাসী। চলছে বিচ্ছিন্নভাবে হামলা, ভাংচুরও। তাতে নিরাপত্তার চরম সংকট তৈরি হয়েছে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম বলেন, ঢাকা থেকে কার্যক্রম শুরুর ম্যাসেজ পেলেও পুলিশ সদস্যদের নিরাপত্তাজনিত অনিহায় তা কার্যকর করা সম্ভব হচ্ছেনা। কোন পুলিশই এই মুহুর্তে বাহিরে যাওয়াটা স্বাচ্ছন্দবোধ করছেন না। সবাই থানায় থাকলেও কর্মহীন অবস্থায় সময় পার করছেন। তিনি আরো বলেন, আমরা থানাতে শুধু জিডি সেবা চালু রেখেছি, বাকী সব বন্ধ রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA