• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

×

মোংলায় স্কুল ক্যাম্পাসে গাছ লাগালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

  • প্রকাশিত সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮১ পড়েছেন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
মোংলার চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসুচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ১২ আগস্ট সোমবার দুপুরে এ কর্মসুচি পালিত হয়। সোমবার দুপুর ১টায় বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রূপসা কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগের অনার্সের ছাত্র আরাফাত আমীন দূর্জয়। বৃক্ষ রোপণ কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সহকারি প্রধান শিক্ষক অসিত গুপ্ত, শিক্ষিকা প্রণতি  মন্ডল ও ব্রজেন রায়।
এসময়ে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সাইন্স ডিপার্টমেন্টর সম্মান শ্রেণীর ছাত্র সাব্বির হাসান দীপ্ত, সরকারি সুন্দরবন কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র পাবক, বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনের নেতা আবীর হাসান রিক্ত, চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মোঃ ইয়াসিন গাজী, গোলাম রসুল,ছাত্রী রাইসা প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসুচিতে বক্তারা বলেন পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু নিয়ন্ত্রনে গাছ লাগানোর কোন বিকল্প নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন ছাত্রজনতার বিজয়কে বেহাত হতে দেয়া যাবেনা। রাস্ট্র সংস্কারের কাজে ড.ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বাত্মক ভাবে সহযোগিতা করবে।
বক্তব্য শেষে ছাত্র নেতৃবৃন্দ পরিবেশ সুরক্ষায় স্কুল চত্বরে বিভিন্ন গাছের চারা রোপণ করেন। উল্ল্যেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপাই ও মিঠাখালী ইউনিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসুচি পালিত হয়। এছাড়া ছাত্রনেতাদের সকলের বাড়ি মোংলার চাঁদপাই ও মিঠাখালি গ্রামে অবস্থিত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA