• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

×

শ্যামনগরে আওয়ামী সরকার পতনের পর চলমান সহিংসতায় বিএনপির সম্প্রিতী সমাবেশ

  • প্রকাশিত সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৭ পড়েছেন

(শ্যামনগর) সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সাবেক পিপি এ্যাড. সৈয়দ ইফতেখার আলী বলেছেন,আমাদের গনতান্ত্রিক যে আকাঙ্খা সেখানে আমরা মুসলমান,হিন্দু,বৌদ্ধ হিসাবে নয়মানুষ হিসাবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সাবার অধিকার সমান,এ দেশের মানুষ হিসাবে আমাদের অধিকার আদায়ে বিভক্ত হয়ে নয়,আমরা এক মানুৃষ এক অধিকার ,এর মধ্যে কোন পার্থক্য করবেন না। সহিংসতা কোন জাতের কোন ধর্মের নয়। আমাদের মধ্যে কিছু সামাজিক দূর্বৃত্ত রয়েছে যারা আমাদের সম্প্রিতীতে বাধাসৃষ্টির জন্য আপনাদের আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করছে। আমরা সকলে তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে । যাতে আমাদের সকল ধর্মের সম্প্রিতি নষ্ট করতে না পারে সে দিকে নজর দিতে হবে।

সৈয়দ ইফতেখার আলী গত বুধবার সকাল ১০টায় সকল ধর্মের মানুষের সমন্নয়ে শ্যামনগর উপজেলা অডিটোরিয়ামে এক সম্প্রিতি সমাবেশে একথা বলেন।উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে আরও বক্তব্যে রাখেন,উপজেলা বিএনপির ভারপ্রাপÍ সাধারন সম্পাদক এম,সোলায়মান কবীর,যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড, আশেকই ইলাহি মুন্না,সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু,চেয়ারম্যান মাসুদুল আলম,সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন,প্রভাষক আবু সাঈদ,উপস্থিত ছিলেন,সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণপদ মুখার্জী,মহাদেব চন্দ্র মন্ডল,এ্যাড,কৃষ্ণ পদ, ব্যাংকার বিষস্নু পদ,কিরন শংকর চ্যাটার্জী,অধ্যাপক পরিমল কুমার,সাবেক অধ্যক্ষ বিধুশ্রম্নবা মন্ডল, অধ্যক্ষ সুভাষ মন্ডল ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন, মাস্টার সনাজত দাশ,মাষ্টার পরিমল প্রমুখ।সভাশেষে বিএনপির জেলা আহবায়ক এড.সৈযদ ইফতেখার আলী জেসি কমপ্লেক্স ময়দানে বিএনপির অবস্থান কমূসুচিতে প্রধান অতিথীর বক্তব্যে রাখেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA