• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন

×

পাইকগাছায় চিংড়ি ঘের ও ধান্য জমি জবর-দখল চেষ্টার অভিযোগ 

  • প্রকাশিত সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১২ পড়েছেন
দেশ প্রতিবেদকঃ
পাইকগাছায় চিংড়ি ঘের ও ধান্য জমি জবর-দখল অপচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার গড়ইখালীর কেকচিবুনিয়া এলাকায়। স্থানীয়দের ধারনা এ নিয়ে এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকা করা হচ্ছে।গড়ইখালী এলাকার মোস্তফা জামান মন্টু ও মিজান জোয়াদ্দার সহ একাধিক জমির মালিকরা জানান, এসএ ৮৮ খতিয়ানে রেকর্ডীয় মালিক দিলীপ হরি গংদের কাছ থেকে আমরা ১৯৮৮ সালে কোবলা মূলে ২৮.২৪ একর ও ২০৪ খতিয়ানে ২৯৬/৮৯-৯০সালে ৯.৪৯ একর নিলাম জমি খরিদ করে আমরা শান্তিপূর্ন ভাবে ভোগদখলে ছিলাম। জরিপে এ সম্পত্তি আমাদের নামে রেকর্ডসহ কর-খাজনাদি পরিশোষ আছে।
জমির মালিকদের মধ্যে  জাকির সানা ও নজরুল সরদার জানান, আমরা ভোগদখলে থাকা অবস্হায় বিগত ২০২০ সালে সাবেক এমপির বাবু’র  লোকজন আমাদের দখল উচ্ছেদ করে বঞ্চিত করে। কিন্তু ২০২৪সালে সংসদ নির্বাচনের পরে জানুয়ারি মাসে আমরা  পুনরায় আমাদের জমি ও মৎস্য ঘের বুঝে নিয়ে ভোগদখলে আছি। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনে প্রতিপক্ষ নবীর আলী শেখ গং’রা আমাদের জমি ও মৎস্য ঘের দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
  এ নিয়ে তারা বিভিন্ন দপ্তরে অভিযোগ ও সাংবাদিকদের কাছে ভূল তথ্য দিয়ে হয়রানীর চেষ্টা অব্যাহত রেখেছে।
এ বিষয়ে নবীর আলী শেখ গংরা জানান, প্রতিপক্ষরা সম্প্রতি  উক্ত জমি ও ঘের দখল করলে আমরা বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA