• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন

×

পাইকগাছার দেলুটিতে পাউবো’র বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৮ পড়েছেন
স্নেহেন্দু বিকাশ,পাইকগাছাঃ
পাইকগাছার দেলুটির ভাঙন কবলিত  কালিনগরে  পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়ে ঘরবাড়ী, আমন ক্ষেত  ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তা-ঘাট, পুকুর ও  মৎস্য ঘের, তলিয়ে ভেসে গেছে মৎস্য।
 জানাগেছে, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে প্রবল জোয়ারে  উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারের কালিনগর বাওয়ালী বাড়ির দক্ষিন পাশ্বে ঘুর্নিঝড় রেমালের ভাঙ্গনে মেরামতকৃত  প্রায় ৩০০ ফুট এলাকা জুড়ে বেড়িবাঁধ ভেঙ্গে যায়। প্রবল  জোয়ারের পানিতে মুহূর্তেই লোকালয়ে পানি ঢুকছে।
এতে  কালিনগর, হরিনখোলা, দারুণমল্লিক গ্রাম প্লাবিত হয়ে গেছে। স্থানীয়রা জানান, ভাঙনে সদ্য রোপণকৃত ধান ও বীজ তলাসহ বাড়িঘর তলিয়ে গিয়েছে। সন্ধ্যা নাগাদ পুরো ২২ নং পোল্ডার প্লাবিত হবার আশঙ্কা করছেন এলাকাবাসী। দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল সহ এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে  দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA