• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

×

কেসিসি’র প্রশাসকের সাথে ইসলামী আন্দোলন নগর নেতৃবৃন্দের মতবিনিময় 

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৭ পড়েছেন
খবর বিজ্ঞপ্তিঃ
গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট ) সকাল সাড়ে ১০ টায় নগর ভবনে খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফের সাথে মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ।
এ সময় সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মোঃ আবু গালিব, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদকর মোল্লা রবিউল ইসলাম তুষার, সহ অর্থ সম্পাদক ফেরদৌস গাজী সুমন, আলহাজ্ব সরোয়ার হোসাইন বন্দ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোহাম্মদ হোসাইন ইবনে সরোয়ার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার সভাপতি মোঃ হাবিবুল্লাহ মেসবাহ প্রমুখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মতবিনিময়ে বলেন, খুলনা সিটি কর্পোরেশনের যারা দুর্নীতিবাজ আছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ড্রেনেজ ব্যবস্থা সুন্দর করা, জলবদ্ধতা পরিষ্কারের জন্য ২২ খাল উদ্ধার দখলমুক্ত করা, ঠিকাদারদের সিন্ডিকেট ভেঙে দিয়ে সঠিক পন্থায় যাতে ঠিকাদাররা কাজ পায় তার ব্যবস্থা করা, সিটি কর্পোরেশনের মার্কেটগুলো অব্যবস্থাপনায় ফেলে না রেখে কাজে লাগানো এবং সিটি কর্পোরেশনের আওতায় যত ফুটপাত আছে সেগুলো দখলমুক্ত করে জনগণের যাতায়াতের ব্যবস্থা করা সহ সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডে কাউন্সিলরের অনুপস্থিতিতে জনগণ যাতে নাগরিক সুবিধা পায় তার ব্যবস্থা করা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA