• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

×

পাইকগাছার দেলুটিতে পাউবো’র বাঁধ ভেঙ্গে ১৩ গ্রাম প্লাবিত হয়ে চরম বিপর্যয়  

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২০ পড়েছেন
স্নেহেন্দু বিকাশ:
খুলনার পাইকগাছায় ২৪ ঘন্টায় শত  চেষ্টা করেও কালিনগরে ভদ্রা নদী ভাঙন কবলিত পাউবো’র বেড়িবাঁধ আটকানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাত স্থানীয়রা বাঁশের পাইলিং দিয়ে বাঁধ সংস্কার করলেও শেষ রাতের প্রবল জোয়ারে তা ভেঙ্গে গিয়ে পোল্ডারে হুহু করে পানি প্রবেশ করে। শুক্রবার সকালে আবারোও এলাকার বহু মানুষ স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত বাঁধে মাটি ফেলে আটকানোর চেষ্টা করলেও কিন্তু দুপুরের জোয়ারে এ বাঁধ ভেসে যায়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
ইতোমধ্যে নদী ভাঙনে ২২ নং পোল্ডারের কালিনগর, হরিনখোলা,দারুনমল্লিক,হাটবাড়ীসহ ১৩ গ্রাম  প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিপর্যয় দেখা দিয়েছে চলতি আমনের বীজতলা,ক্ষেতের।
 ঘরবাড়ী,রাস্তা-ঘাট, পুকুর ও মৎস্য ঘের তলিয়ে ভেসে গেছে মৎস্য সম্পদ।
 বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দেলুটি ইউনিয়নের ২২নং পোল্ডারের কালিনগর বাওয়ালী বাড়ির দক্ষিন পাশ্বে ঘুর্নিঝড় রেমালের ভাঙনে মেরামতকৃত প্রায় ৩০০ ফুট এলাকা জুড়ে বেড়িবাঁধ ভেঙ্গে যায়। প্রবল জোয়ারের পানিতে গোটা এলাকা তলিয়ে যায়।
এদিকে দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল সহ এলাকাবাসী দ্রুত বাঁধ মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA