• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

×

ডুমুরিয়ার জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের উদ্যােগ

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২৪ পড়েছেন

ডুমুরিয়া প্রতিনিধিঃ

চলতি বর্ষা মৌসুমের শেষে অতিবর্ষণে সারাদেশের ন্যায় ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরষনের লক্ষ্যে শুক্রবার সকালে শােলমারি রেগুলেটর পরিদর্শণ পূর্বক কয়েকটি পদক্ষোপ নেয়া হয়েছে।

সাম্প্রতিক ভারি বর্ষণে ডুমুরিয়া উপজেলার বিল ডাকাতিয়া,শাহাপুর,রামকৃষ্ণ পুর,মাধবকাঠি,খলশী, মির্জাপুর,কাটাখালি বিল-সহ বিভিন্ন বিলের জলনিষ্কাশন  সুব্যবস্হা না থাকায় এবং খাল-জলাশয় গুলো কতিপয় প্রভাব শালী ব্যক্তি বাঁধ-নেট-পাটা দিয়ে ঘিরে রাখায় সৃষ্ট জলাবদ্ধতা থেকে মুক্তির পথ খুঁজতে শুক্রবার সকালে ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মােল্লা মােশারফ হােসেন মফিজের উদ্যােগে উপজেলা প্রশাসন ও পানি উনয়ন বাের্ডে কর্মকর্তারা শােলমারী স্লুইস গেট পরিদর্শনে যান। এখানে উল্লেখ্য সমগ্র বিল ডাকাতিয়া-সহ ডুমুরিয়ার আশ-পাশের সকল বিলের পানি নিষ্কাশনের একমাত্র পথই হলাে শােলমারী স্লুইস গেট। গতবছর অক্টােবর মাসে বিল ডাকাতিয়া অঞ্চল তলিয়ে যাওয়ায় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বাের্ড থেকে স্বেছাশ্রমে পলি অপসারণ-সহ নানামুখি কার্যক্রম পরিচালনা করা হয়। তারপর আবারও শােলমারী গেটের সামনে নদীতে পলি জমাতে পানি নিষ্কাশনের ব্যবস্হা আবারও অচল হয়ে পড়ায় বিলগুলােতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ডুমুরিয়া অঞ্চলের জলনিষ্কাশনের উপায় নির্ধারণর লক্ষ্যে নেতৃবৃন্দর উপস্হিতির কথা শুনে অসংখ্য ভুক্তভােগী মানুষ শােলমারী গেটের সামনে উপস্হিত হয়ে অবিলম্বে গেটের সামনে জমা পলি অপসারণর দাবি জানান।

এ প্রসঙ্গ খুলনা পান্নি উন্নয়ন বাের্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আতিকুর রহমান বলেন, শােলমারী গেটের মুখে পলি জমার ফলে ঠিকমতা পানি নিষ্কাশন হচ্ছে না। পরিস্হিতি  দেখে আজই স্কেভেটর দিয়ে পলি অপসারণ কাজ শুরু করিয়েছি। আর শনিবার থেকে ৪টি উচ-ক্ষমতার পাম্প লাগিয়ে ভেতরের পানি বাইরে ফেলা হবে। তখন ওই পলিও অপসারণ হবে। বিএনপি নেতা মােশারফ হােসেন মফিজ বলেন, অবিলম্বে সমগ্র ডুমুরিয়ার জলনিষ্কাশনে আমরা স্বেছাশ্রমে গেটের সামনে থেকে পলি অপসারণ করবাে। বিল ডাকাতিয়া অঞ্চলের (রংপুর) ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল বলেন, জরুরি ব্যবস্হা নিতে পারলে আমাদের শেষ রক্ষা হবে। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, পানি উন্নয়ন বাের্ড থেকে পলি অপসারণ কাজ শুরু হয়েছ। শনিবার উচক্ষমতার ৪টি পাম্প চালু হলে পরিস্হিতির উন্নতি ঘটবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA