ডুমুরিয়া প্রতিনিধিঃ
ডুমুরিয়া ফাউন্ডশনে’র উদ্যােগে শুক্রবার সকালে উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরােপন কর্মসূচির উদ্বােধন করা হয়েছে।
উপজলার হাজিডাঙ্গা-খলশী-সাজিয়াড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর ডা. আখতার বিশ্বাস ভার্সুয়ালি বৃক্ষরােপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বােধন করেন। এরপর ডুমুরিয়া মহাবিদ্যালয়, বিয়াম ল্যাবরটরি স্কুল-সহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরােপন কর্মসূচিত উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রােপন করেন সংগঠনের আজীবন সদস্য কুয়েট অধ্যাপক ড.তুষার কান্তি রায়, সহ-সভাপতি রবিউল ইসলাম বাবু, ডুমুরিয়া সদর ইউনিয়নের আহবায়ক মুফতি আবদুল কাইয়ুম জমাদ্দার,শাহাজান জমাদ্দার, জিএম মনিরুজ্জামান, শেখ শাহরুজ্জামান, ইয়াসীন মােল্লা, মুক্তা আফরােজ, সৌরভ মহলদার প্রমুখ। উল্লখ্য উপজলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে মােট ১৫’শ ২০টি গাছের চারা রােপন কার্যক্রমের সুচনা করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,মেয়র, খুলনা সিটি কর্পোরেশন। সম্পাদক: মো: মুন্সি মাহবুব আলম সোহাগ। আইটি ইনচার্জ : মোঃ নাঈমুজ্জামান শরীফ । প্রকাশনা, বার্তা ও বাণিজ্যিক বিভাগ: "জাহান মঞ্জিল" ৪০, সিমেট্টি রোড (বেণী বাবু রোড), ফুলমার্কেট, খুলনা। dailydeshsanjog@gmail.com, sohagkhulna@gmail.com, online.deshsanjog.news@gmail.com যোগাযোগ করুন: info@deshsanjog.com</p>
দৈনিক দেশ সংযোগ