• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন

×

পাইকগাছার আলমতলায় বেঁড়িবাঁধ চরম ঝুঁকিতে; এলাকাবাসীর চেষ্টা অব্যাহত

  • প্রকাশিত সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৮ পড়েছেন
স্নেহেন্দু বিকাশঃ
পাইকগাছায় কড়ুলিয়া নদী ভাঙনে আলমতলায় পাউবোর ঝুঁকিপূর্ণ বেঁড়িবাঁধ চরম ঝুঁকিতে। পূর্ণিমার প্রভাবে অতি জোয়ারের তোড়ে  ভাঙন কবলিত বাঁধের বেশ কিছু অংশ জুড়ে ভাঙন আরোও তিব্র আকার ধারন করেছে।
শেষ পর্যন্ত চিংড়ি ঘের, বসতি, কৃষি কলেজ ও পোল্ডার ঠেকাতে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত বেঁড়িবাঁধে মাটি ও বস্তা ফেলে আপ্রান করছেন।
সরেজমিনে গেলে শতশত মানুষ বাঁধ রক্ষায় এগিয়ে এসেছেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম কাগজী,সাবেক ইউপি চেয়ারম্যান আঃ করিম গাইন, মাওঃ গোলাম সরোয়ার,সুপার মাওঃ আমিনুল ইসলাম,মাওঃ আবু সাঈদ, আলতাফ হোসেন,পাওয়ার বিভাগ- ২ এর উপসহকারী প্রকৌশলী রাজু হাওলাদার,  সমাজ সেবক ইকবাল হোসেন কাগজী,সুমন কাগজী,ইউপি সদস্য শরিফুল ইসলাম লিটন,হাসানুজ্জামান,সাবেক ইউপি সদস্য হারুন জমাদ্দার,অজোদ্ধা মন্ডল,আলম গাইন,সুভাষ সরদারসহ পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
এদিকে পানিউন্নয়ন বোর্ডের পাইকগাছার  উপসহকারী প্রকৌশলী  রাজু হাওলাদার জানান,বাঁধ রক্ষায় এলাকার মানুষ এগিয়ে এসেছেন। আমরা বস্তা, বালি,ব্যাগ ও মাটির কাজে সহয়তা করছি। এলাকাবাসি বেঁড়িবাঁধ নির্মান প্রকল্পের ধীরগতির অভিযোগ প্রসঙ্গে তিনি আরোও  জানান, জাইকার অর্থায়নে ১০/১২ নং পোল্ডারে আলমতলায় ৭শ মিঃ ঝুঁকিপূর্ন বাঁধ মেরামত প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।  কবে নাগাদ শেষ হবে তা তিনি নিশ্চিত করে বলতে পানেরনি।
স্থানীয়দের আশঙ্কা আগামী আমাবস্যার পুর্বে ঝুঁকিপূর্ণ এ বাঁধ মেরামত না হলে জোয়ারে প্লাবিত হয়ে বাড়ীঘর, চিংড়ি ঘের,রাস্তাঘাট কৃষি কলেজসহ নানা স্থাপনা তলিয়ে ক্ষয় ক্ষতির ঘটনা ঘটতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA