• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

×

দিঘলিয়ার হাটে-বাজারে কাঁচা ঝালের দাম কমেছে

  • প্রকাশিত সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৫৬ পড়েছেন
সৈয়দ আবুল কাসেম দিঘলিয়াঃ
তিন দিনের ব্যবধানে খুলনার দিঘলিয়াতে ভারতীয় কাঁচা মরিচের দাম কেজিতে ৮০ টাকা কমেছে। প্রকারভেদে ২৮০ টাকার কাঁচা মরিচ বর্তমান বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
গত রোববার (২৫ আগস্ট) সকালে দিঘলিয়ার বিভিন্ন হাট-বাজারের সবজি বাজার ঘুরে দেখা যায়, ভারত থেকে আমদানিকৃত কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা কেজি দরে। যা তিন দিন আগেও বিক্রি হয়েছিল ২৫০-২৮০ টাকায়।
মরিচ ব্যবসায়ীরা বলছেন, কাঁচা মরিচের আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমতে শুরু করেছে। কয়েকদিন আগেও কাঁচা মরিচ ২৫০-২৮০ টাকা কেজি দরে কিনেছি। আজ ১৮০-২০০ টাকায় নিলাম। দাম অনেকটা কমে গেছে। আরও কমলে সাধারণ মানুষের একটু স্বস্তি মিলবে।
বর্তমান বাজারে দেশি কাঁচা মরিচের আমদানি নেই। তবে ভারতীয় কাঁচা মরিচ পর্যাপ্ত আমদানি হচ্ছে। ফলে দামও কমে গেছে। ভারতীয় কাঁচা মরিচ পাইকারি ১৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। যা তিন দিন আগেও ছিল ২৫০-২৮০ টাকা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA