• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন

×

বন্যার্তদের পাশে ছাত্রদের সাথে শরুব ইযুথ টিম,সিডিও ষ্টুডেন্ট সলিডারিটি টিম

  • প্রকাশিত সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১১ পড়েছেন

শ্যামনগর প্রতিবেদকঃ

টানা প্রবল বর্ষণ ও উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে ফেনি, কুমিল্লা ,নোয়খালী সহ দেশের ১৪ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এসব এলাকার প্রায় ৪৫লাখ মানুষ পানি বন্ধী হয়ে পড়েছে। বন্যাকবলিত এসব মানুষের সহায়তায় শ্যামনগরের বেসরকারী সংস্থা শরুব ইযুথ টিম, সিডিও, স্টুডেন্ট সলিডারিটি টিম এবং উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারন শিক্ষাথীরা রাস্তায় নেমে অর্থ ও ত্রানসামগ্রী সংগ্রহ করছে। ত্রান সামগ্রী সংগ্রহ ছাড়াও এসব সংস্থা ও ছাত্ররা উদ্ধার কাজে অংশ নেওয়ার জন্য বন্যাদূর্গত এলাকায় চলে গেছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও সংস্থা তাদের বেতনের অংশ প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক দিন যাবত শিক্ষার্থীরা শরুব ইযুথ টিমের নেতা জান্নাতুল নাইম,বৈসম্যবিরোধী ছাত্র আন্দলোনের পক্ষে থেকে উপজেলা সমন্বয়ক মাসুম বিল্লাহ এবং শেখ বিল্লাহর নেতৃত্বে উপজেলার ১২টি ইউনিয়নে ১২টি বৈষম্য বিরোধী ছাত্র—ছাত্রীর টিম বন্যাগ্রস্থদের জন্য ত্রান তহবলি সংগ্রহ করেছে। কাশিমাড়ী ইউনিয়নে আহসান হাবীব সিয়াম ও মোস্তাকিম বিল্লাহ এবং কৈখালী ইউনিয়নে মোঃ কামরুল ইসলাম এবং অন্যান্য ইউনিয়নেও দায়িত্বরত ছাত্রদের নেতৃত্বে রাস্তায় ও দোকানে যেয়ে ত্রান সংগ্রহ করতে দেখা যাচ্ছে।

ব্যাংকের মাধ্যমে তারা প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে তারা জানিয়েছে। এছাড়া মসজিদ মাদ্রাসা, স্কুল কলেজের পক্ষথেকে ও ত্রান ও অর্থ সংগ্রহ চলছে। কিছু কিছু মসজিদে ও খবরনিয়ে জানা গেছে,নামাজের আগে ও পরে মুসুল্লীদের নিকট থেকে অর্থ সংগ্রহ চলছে। এছাড়া হিন্দু ধর্মীয় নেতা মহাদেব মন্ডল জানিয়েছেন, যতটা সম্ভব কৃচ্ছ সাধন করে জন্মাষ্টমী উদযাপন এবং সেখান থেকে একটা অংশ বন্যাতদের ফান্ডে দেয়া হয়েছে । ছাত্ররা শ্যামনগরের গ্রাম অঞ্চলে যেয়ে বিভিন্ন মানুষের নিকট সাহায্যর আবেদন জানাচ্ছে। জনসাধারনের বন্যার্তদের খাবার ও নগত অর্থ দিতে দেখা যাচ্ছে। এসব অর্থ ও খাদ্য সামগ্রী বন্যার্তদের নিকট পাঠানো হবে বলে বৈসম্য বিরোধী ছাত্র আন্দলোন সদস্য আহসান হাবীব সিয়াম জানায়। অপরদিকে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড ,সৈয়দ ইফতেখার আলী জানান, সাতক্ষীরা জেলা বিএনপির সকল নেতা কর্মীকে বন্যার্তদের সকল প্রকার সহযোগিতার জন্য অনুরোধ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA