• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

×

কালিগঞ্জ থেকে পাঁচ কোটি এক লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেন বিজিবি

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৯ পড়েছেন
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলায় কালিগঞ্জ সীমান্ত হতে গোপন সংবাদের ভিরিয়ে এন্ড কন্টেল হাসান মজুমদার, সিগনালস্, অধিনায়ক, নীলমুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এই পরিকল্পনা, গঠিক দিক নির্দেশন এবং নেতৃত্বে বাটালিয়ন সদরের একটি বিশেষ টিম  ২৮ শে আগস্ট । রাত ৯টায়,  ভিটাল দেখ আইস ১১ কেজি, ভারতীয় ফেনিচিল ২৯ বোতল, ভারতীয় সিলডেনাদিল ইয়াবা ট্যাবলেট ২০০ পিস, ভারতীয় স্ত্রী পিয় (সিদ্ধ) ০৮ পিস, ভারতীয় শাড়ী (জরজেট) ০৬ বিগ, ভারতীয় শাখা ১০ জোড়া, ভারতীয় নিদুর ১২ পিস এবং ইমিটেশনের চেইন ১০০ বিষ আটক করতে সক্ষম হয় যার মূল্য ৪৫০/- (পাঁজাটি এক লক্ষ সাত হাজার চারশত পঞ্চাশ) টাকা। ডায়াখা, বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে, মাদক ব্যবসায়ীরা গৌড়ে পালিয়ে যায়। জব্দকৃত মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সীমান্তে মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি ‘জিরো টলারেন্স নীতি’ কঠোরভাবে অনুসরণ করছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে অধিনায়ক, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) আশ্বস্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA