• E-paper
  • English Version
  • শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

×

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক বাংলাদেশী নাগরিক আটক

  • প্রকাশিত সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৪ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক বাংলাদেশীকে নাগরিককে আটক করেছে বিজিবি। রবিবার ভোর রাতে সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ একটি মোবাইল ফোন জব্দ করা হয়আটক ব্যক্তি হলেন, আশাশুনি উপজেলার তালবাড়িয়া গ্রামের বিজন মন্ডলের ছেলে অজয় মন্ডল (২৯)।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্ত দিয়ে এক বাংলাদেশীকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এসময় সেখানে উক্ত বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।

তবে, এসময় বিজিবির উপস্থিতি পের পেয়ে মানব পাচারকারী চক্রটি ঘন জঙ্গলে মধ্যে পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি তারা। আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, আটক ব্যক্তিসহ পাচারকারী চক্রের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA