• E-paper
  • English Version
  • শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

×

কচুয়া কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

  • প্রকাশিত সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২ পড়েছেন
খান সুমন (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের কচুয়ায় রাতের আধারে মিঠুন শিকদার (৫৫) নামের এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই করেছে প্রতিপক্ষ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত মিঠুন শিকদারকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি কচুয়া উপজেলার বক্তারকাঠি গ্রামের দবির উদ্দিন শিকদারের ছেলে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মিঠুন শিকদার বলেন, মামুন, কাউসার ও আমি বাধাল বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিলাম।
পথিমধ্যে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে কিছু লোক মোটরসাইকেলের গতিরোধ করে আমাদের দেশীয় অস্ত্র দিয়ে কোপ শুরু করে। এ সময় আমাদের কাছে থাকা প্রায় আড়াই লক্ষ টাকা তারা ছিনিয়ে নেয়। মামুন ও কাউসারের ডাক চিৎকারে লোকজন চলে আসলে তারা পালিয়ে যায়। মিঠুন আরও বলেন, যারা হামলা করেছিল তাদের মধ্যে ইজারা গ্রামের হাসান সরদার, শিমুল শেখ, শাহিন সরদার ও পিয়াল শেখকে আমি চিনি। এদিকে ঘটনার পর থেকে এই চারজন গা ঢাকা দিয়েছে। তাদের মুঠোফোনও বন্ধ রয়েছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোহসিন হোসেন বলেন, একটি মারামারির ঘটনা ঘটেছে। এখনও কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA