দেশ প্রতিবেদকঃ
খুলনা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষে হাত ধোঁয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“স্বাস্থ্য সুরক্ষা,পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগরীর দৌলতপুর বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাছলিমা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মোঃ মইনুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট ডা. আমিনুর রহমান ,গাজী জসিম উদ্দিন,শেফালী খানম সহ আরো অনেকে।
এসময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, হাত ধোঁয়া অভ্যাসের অভাবে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আর্থিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হই। এ থেকে সকলকে সচেতন হতে হবে বলে জানান তিনি।
প্রধান অতিথি উপস্থিত সকল ছাত্র-ছাত্রী, কিশোর-কিশোরীদের এখন থেকেই হাত ধোঁয়ার অভ্যাস গড়ে তুলতে হবে বলে আহ্বান জানান।