মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
ঢাকা অফিসঃ
প্রায় ৩২ ঘণ্টা পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারস কারখানার আগুন নেভানো গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুন নেভানো হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জানান, ‘ভবনটি নাজুক অবস্থায় থাকায় এখন পর্যন্ত ভেতরে ঢুকে উদ্ধার অভিযান শুরু করা যায়নি।’
তিনি বলেন, ‘এখনও ভবনের ভেতরে হিট আছে। অল্প অল্প করে আগুন জ্বলছে। ভবনটা বেঁকে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ভেতরে ঢুকে কাজ করা যাচ্ছে না।
ঢাকা-সিলেট মহাসড়কের পূর্বপাশে বৃহৎ শিল্পগোষ্ঠী গাজী গ্রুপের গাড়ির টায়ার প্রস্তুতকারী কারখানা গাজী টায়ারস’র অবস্থান। কারখানাটির মালিক আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। গত রোববার ভোররাতে রাজধানীর শান্তিনগর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার হন তিনি। এরপর কয়েকশ মানুষ কারখানাটির সামনে জড়ো হন, শুরু হয় লুটপাট। দিনভর লুটপাটের পর এদিন রাত ৯টার দিকে কারখানাটির ভেতরের একটি ছয়তলা ভবনে আগুন দেয়া হয়। এ ঘটনায় অন্তত ১৭৪ জন নিখোঁজ রয়েছেন বলে তাদের স্বজনরা দাবি করেছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA