কোটচাঁদপুরের যুবকে গাজীপুরে হত্যা করলো দুর্বৃত্তরা
প্রকাশিত সময় :
বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
২৪
পড়েছেন
কোটচাঁদপুর,প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মশিউর রহমানের ছেলে মাসুদুর রহমান কে খাবারে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ করেছেন নিহতের বাবা।
পারিবারিক সুত্রে জানা গেছে মাসুদুর রহমান গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালে কর্মরত ছিলেন। সে ব্যক্তিগত প্রয়োজনে ফ্যাক্টরি থেকে বাহিরে বের হলে, কিছুক্ষণপর তার চাচাতো বোন হিরাকে কল দিয়ে জানায় আমি ফ্যাক্টরির অদুরেই অসুস্থ অবস্থায় পড়ে আছি । ঘটনা স্থলে গিয়ে হিরা মাসুদকে অচেতন অবস্থায় দেখতে পান। হিরা পথচারীদের সহায়তায় স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে গাজীপুর তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তাজউদ্দীন মেডিকেল কলেজে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাত ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। ঢাকা মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরতহাল রিপোর্টে জানা যায় স্লো পয়জোনের মাধ্যমে মৃত্যু হয়েছে।
এব্যাপারে মৃত মাসুদুর রহমানের পিতা জামায়াত নেতা মাস্টার মশিউর রহমান জানান, কে বা কাহারা তার সন্তানের দেহে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করেছে। তিনি হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচারের জোর দাবী জানান। মাসুদুর রহমানের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের বিশ্বাসপাড়ায়।