রূপসায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের মতবিনিময়
প্রকাশিত সময় :
বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
৭০
পড়েছেন
রূপসায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু কে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন নেতৃবৃন্দ।
বুধবার ৩০ অক্টোবর দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের সহ সভাপতি আঃ রাজ্জাক শেখ, সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান, সহ সম্পাদক মোঃ বেনজির হোসেন, কোষাধ্যক্ষ চন্দন ভট্টাচার্য্য, নির্বাহী সদস্য ফ.ম. আইয়ুব আলী, বাবু প্রমূখ।
এছাড়া সংগঠনের নেতৃবৃন্দ সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শেখ আল মামুন, উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.বোরহান উদ্দীন ও
পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজের সাথে মতবিনিময় করেন ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
মতবিনিময় কালে কর্মকর্তারা এই উদ্যোগে স্বাগত জানান। এছাড়া সকলের সহযোগিতায় দেশ উন্নয়নে কাজ করার আহবান জানান।