বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন
স্থানীয়রা জানায়, চুনারুঘাট উপজেলার রানীগাও গ্রামের বিলাল মিয়া সোমবার (২৫ মার্চ) দুপুরে স্থানীয় বাজারে কলা বিক্রি করতে যান। ঢালায় রেখে কলা বিক্রি করার সময় একটি ছাগল কলা খেয়ে ফেলে। এ সময় বিলাল (৩৫) ছাগলটিকে ধরে আছার মারেন। কিছুক্ষণের মধ্যে ছাগলটি মারা যায়। মাটিতে পড়ে থাকতে দেখে তার দুই বাচ্চা এগিয়ে আসে দুধ খাওয়ার আশায়। এ দৃশ্য ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এদিকে ওই দিন বাজার কমিটি বিচারে বসে ছাগলের মালিক শামসু মিয়াকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিলাল মিয়াকে নির্দেশ দেন। এছাড়া তাকে বাচ্চা দুটোকে লালন পালনের দায়িত্ব দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ বিলাল মিয়াকে আটক ও খোয়াই নদীর পাড়ে মাটির নীচে পুঁতে রাখা মৃত ছাগলটি উদ্ধার করে। ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ জানান এ ব্যাপারে নিয়মিত কোনো মামলা না হলেও পুলিশ ১৫১ ধারায় বিলাল মিয়াকে মঙ্গলবার আদালতে হাজির করে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA