সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
রাজধানীর শ্যামলী লিংক রোডে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কেউ হতাহত না হলেও কিছু মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা ইসলাম বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ‘গোল্ড স্টার’ নামের ওই পোশাক কারখানার আটতলা ভবনের সপ্তম তলায় সুইং সেকশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জহানান রোজিনা।
অগ্নিকাণ্ডে ওই সেকশনের মালামাল পুড়ে যাওয়ার কথা জানালেও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA