মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
“জনগণের ভালবাসায় আমি সিক্ত হলাম। জনগণের এই ভালবাসা আমি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে উৎসর্গ করছি।সোমবার বিকেল ৫ টায় কয়রা উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা শপথ গ্রহণ শেষে নিজ বাড়ী কয়রা আসার পথে হাজার হাজার মানুষের উপস্থিতিতে কয়রা সীমানা থেকে শুরু করে মোড়ে মোড়ে শত শত নারী পুরুষ ফুলেল শুভেচ্ছা জানাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রধান সড়কের পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুল ও মিষ্টি নিয়ে নবনির্বাচিত চেয়ারম্যানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যনকে সাদরে গ্রহন করতে উপজেলার দলীয় কার্যালয় থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ বিকাল সাড়ে ৩ টায় জেলা পরিষদ সদস্য জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলুর নেতৃত্বে সহস্রাধিক মোটর সাইকেল বহর নিয়ে কয়রা উপজেলার সীমানায় অবস্থান করেন। বিকেল ৫ টায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা কয়রা উপজেলা সীমানায় পৌছালে তাকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে মুখরিত করে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। পরবর্তীতে মোটর বহর সহকারে কয়রা পৌছালে প্রথমে কয়রা উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে এসে বঙ্গবন্ধুর ছবিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
এসময় তিনি বলেন, কয়রা উপজেলার মানুষ ভালবাসা দিয়ে আমাকে যে গুরুদায়িত্ব প্রদান করেছেন। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এলাকার উন্নয়নে নিজের জীবনকে উৎসর্গিত করার শপথ নিয়েছি। অল্পদিনের মধ্যেই কয়রা উপজেলার উন্নয়ন কর্মকান্ড গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না। সন্ত্রাস, দূর্ণিতি ও মাদক নির্মূল করে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত করব।নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা ভোট দিয়ে আমাকে বিশাল ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত করে ভালবাসার যে প্রমাণ দিয়েছেন তার প্রতিদানে আমার বাঁকী জীবন আপনাদেরকল্যাণে নিয়োজিত রাখব। আপনারা যে কোন প্রয়োজনে, যে কোন সময় আমার কাছে আসবেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সাথে-পাশে থাকার।এসময় তার সফর সঙ্গী ছিলেন, মহেশ^রীপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, উত্তরবেদকাশি ইউপি চেয়ারম্যন সরদার নুরুল ইসলাম কোম্পানি, দক্ষিণ বেদকাশি চেয়ারম্যান আছের আলী মোড়ল. উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ আল মামুন, সংস্কৃতি বিষয়ক সম্পদক প্রভাষক শাহাবাজ আলী, দপ্তর সম্পাদক সুজিৎ কুমার রায়, আওয়ামীলীগ নেতা খায়রুল আলম, দেবদাস মন্ডল, জিয়াদ আলী গাইন সহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA