• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

×

মোংলায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভারতীয় নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১৬৪ পড়েছেন
মোংলায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা ও ভারতীয় নাগরিক অরবিন্দ কুমার শ্রীবাস্তার (৪১) গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে মোংলা বন্দর শিল্প এলাকার দিগরাজ এলাকার নাসির উদ্দিন হাওলাদারের ভাড়া বাসা থেকে ভারতীয় এ নাগরিকের লাশ উদ্ধার করা হয়। অরবিন্দ বাগেরহাটের রামপাল উপজেলায় নির্মাণাধীন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের হিসাব বিভাগের সহকারী ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তার চাকুরীর পিপি নম্বর আর-২২৫৪২০৬।
এ ঘটনায় মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, রবিবার দুপুরের দিকে অরবিন্দের অপর সহকর্মীদের দেয়া খবরে ভারতের নাগরিক অরবিন্দ কুমার শ্রীবাস্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে নিজেই তার ঘরের দরজা ভিতর দিয়ে আটকে দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সে দিগরাজ এলাকার নাসির উদ্দিন হাওলাদারের পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। তবে পরিবারের অন্য কোন সদস্য তার সাথে থাকতেন না। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে, কারণ তার রুমের দরজা ভিতর দিয়ে দেয়া ছিলো। আমরা দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করেছি। লাশের ময়নাতদন্তের জন্য বিকেলেই বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA