রাজধানীর শ্যামলী লিংক রোডে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কেউ হতাহত না হলেও কিছু মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা ইসলাম বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ‘গোল্ড স্টার’ নামের ওই পোশাক কারখানার আটতলা ভবনের সপ্তম তলায় সুইং সেকশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জহানান রোজিনা।
অগ্নিকাণ্ডে ওই সেকশনের মালামাল পুড়ে যাওয়ার কথা জানালেও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,মেয়র, খুলনা সিটি কর্পোরেশন। সম্পাদক: মো: মুন্সি মাহবুব আলম সোহাগ। আইটি ইনচার্জ : মোঃ নাঈমুজ্জামান শরীফ । প্রকাশনা, বার্তা ও বাণিজ্যিক বিভাগ: "জাহান মঞ্জিল" ৪০, সিমেট্টি রোড (বেণী বাবু রোড), ফুলমার্কেট, খুলনা। dailydeshsanjog@gmail.com, sohagkhulna@gmail.com, online.deshsanjog.news@gmail.com যোগাযোগ করুন: info@deshsanjog.com</p>
দৈনিক দেশ সংযোগ