বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামে স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে একটি মৎস্য ঘেরে হামলার ঘটনায় মোতাহার সরদার নামক এক ব্যক্তি নিহত হয়েছে। অপর ২ জন গুরুতর জখম অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, অহিদুল শেখ ও শুকুর শেখ। সন্ত্রাসীরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
আহতের স্বজনরা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহর নেতৃত্বে ১৫/২০জন সন্ত্রাসী বকুলতলা গ্রামে ওই মৎস্য ঘেরে ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালায়। কোন কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা ওই ঘেরে থাকা লোকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। ইউপি সদস্য আব্দুল্লাহ ওই ঘেরটি অবৈধভাবে দখল নিতে চান বলে ভুক্তভোগিরা দাবী করেন।
এবিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, ঘের সংক্রান্ত বিরোধে এ হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ শান্তি শৃঙ্খলা রক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,মেয়র, খুলনা সিটি কর্পোরেশন। সম্পাদক: মো: মুন্সি মাহবুব আলম সোহাগ। আইটি ইনচার্জ : মোঃ নাঈমুজ্জামান শরীফ । প্রকাশনা, বার্তা ও বাণিজ্যিক বিভাগ: "জাহান মঞ্জিল" ৪০, সিমেট্টি রোড (বেণী বাবু রোড), ফুলমার্কেট, খুলনা। dailydeshsanjog@gmail.com, sohagkhulna@gmail.com, online.deshsanjog.news@gmail.com যোগাযোগ করুন: info@deshsanjog.com</p>
দৈনিক দেশ সংযোগ