মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
বাগেরহাটের মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ নেত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় ঠেকাতে গেলে ওই নেত্রীর ছেলেকেও মারধর করে উপজেলার দিগরাজ এলাকার জনৈক আব্বাস জমাদ্দার গং। গত শনিবার উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিডিআর রোডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হামলার শিকার বুড়িরডাঙ্গা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুজতা দাসের ছেলে সবুজ দাস বাদী হয়ে থানায় মামলা করেছেন।
মামলায় অভিযোগ করা হয়, দিগরাজের বাসিন্দা আব্বাস জমাদ্দার ও ইদ্রিস জমাদ্দারের সাথে সজল দাসদের সাথে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ ছিল। এনিয়ে আদালতে মামলাও চলছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার বুড়িরডাঙ্গা এলাকার বাসিন্দা বিডিআর রোডে তাদের দখলীয় জমি দখলের চেষ্টা করে আব্বাস জমাদ্দার। এ সময় বাধা দিলে হত্যার উদ্দেশ্যে বুড়িরডাঙ্গা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুজতা দাস, তার ছেলে সজল দাস ও সবুজ দাসকে মারপিট করে তারা। হামলাকারীরা এ সময় প্রায় ৫ লাখ টাকার বিল্ডিং নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যায় বলে দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়।
এদিকে এ মামলায় আসামীরা এখন গ্রেফতার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন আওয়ামী নেত্রী সুজতা দাস।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA