• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

×

গণমাধ্যমকর্মীদের সঙ্গে নড়াইলের নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

  • প্রকাশিত সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১০৮ পড়েছেন

নড়াইলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মো. মেহেদী হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মাদ দোলন মিয়া, অতিরিক্ত পুুলিশ সুপার তারেক আল মেহেদী, পুলিশ পরিদর্শক (ট্রাফিক বিভাগ) কাজী হাসানুজ্জামান ,পুলিশ পরিদর্শক জেলা (বিশেষ শাখা) মীর শরিফুল হক, নড়াইল সদর থানার ওসি ওবাইদুর রহমান প্রমুখ।

নবাগত পুলিশ সুপার মো. মেহেদী হাসান বলেন, পুলিশ ও গণমাধ্যমকর্মী একই সূত্রে গাঁথা। আমরা সবাই মিলে একসঙ্গে একে অপরের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করলে নিজেদের মধ্যে কোনো প্রকার ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে না। সংবাদের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। জেলা পুলিশ আপনাদের সঙ্গে আছে, আমি আশা করি, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA