কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
প্রকাশিত সময় :
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
১৭২
পড়েছেন
পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার দুপুরে (২৫ জানুয়ারি) উপজেলার চারটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ। উপজেলার সদর রোডের উত্তর বাজারের চৌধুরী মেডিকেল হল, ইন্দ্রানী মেডিকেল হল, উপজেলা রোডের সাধনা ঔষধালয় এই তিনটি প্রতিষ্ঠানের মালিককে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে ও উপজেলার উত্তর বাজারের মুবিন ফলের দোকানের মালিক কে মেয়াদ উত্তীর্ণ কোল ড্রিঙ্কস রাখার অপরাধে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে এই চারটি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। এ সময় সাথে ছিলেন কাউখালী উপজেলা সেনিটারী ইন্সপেক্টর এম ইলিয়াস উদ্দিন ও পুলিশের একটি টিম।