বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
সিলেটে মিষ্টার বিন! তবে রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন আমাদের টিভি পর্দার মিষ্টার বিন তিনি নন। তার নাম সালমান আহমেদ। সিলেটের প্রতিটি মানুষের কাছে তিনি মিষ্টার বিন নামেই পরিচিত। সিলেটের মিষ্টার বিন হয়ে গেছেন সিলেটবাসীর কাছে। সালমান আহমেদ দেশ প্রতিবেদককে একান্ত সাক্ষাৎকারে তার মিষ্টার বিন হয়ে ওঠার গল্প বলেছেন। সালমান আহমেদ এখন এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি সিলেটের মদন মোহন কলেজে অধ্যায়নরত রয়েছেন। বাবা একজন চাকুরীজীবি এবং মা গৃহিণী। ছোট একটা বোন রয়েছে সালমানের। পর্দার মিষ্টার বিনের মানুষকে আনন্দ দেয়ার অদ্ভুদ অভিনয় সালমান আহমেদের ছোট বেলা থেকেই অনেক ভালো লাগত। কেনোই বা ভালো লাগবে না? আমরা মিষ্টার বিনের কমেডি শো দেখি নি , এমন খুব কম মানুষই রয়েছি। সাক্ষাৎকারে সালমান আহমেদ বলেন, ছোট বেলা থেকেই মিষ্টার বিনের শো , কার্টুন শো এবং সিনেমার ভক্ত হয়ে ওঠেন তিনি। প্রায়ই নিজে থেকেই মিষ্টার বিনের মতো অভিনয় করতেন। আবার অনেকে বলতে শুরু করে যে, সালমানের চেহারার সাথে মিষ্টার বিনের অনেক মিল রয়েছে। সালমান বলেন, একটা সময় বিভিন্ন গল্পের স্ক্রিপ্ট তৈরী করে অভিনয়ের ভিডিও তৈরী করেন। এরই ধারাবাহিকতায় তার অভিনয়ের ভিডিও তৈরী করেন। পাশপাশি ভিডিও এডিটিং শুরু করেন। এরপর ফেসবুক এবং ইউটিউবে ভিডিও শেয়ার করে ব্যাপক সাড়া পান সাধারন দর্শকদের। অনেক শেয়ার এবং কমেন্টেসে অনুপ্রেরণা পান। এরই ধারাবাহিকতায় তৈরী করেছেন এ পর্যন্ত ৬৮টি ভিডিও। প্রশ্নের জবাবে সালমান বলেন, না, মিষ্টার বিন সাজতে আমার ভালোই লাগে। কাউকে কখনো এ নিয়ে আমাকে ব্যঙ্গ করতে শুনি নি। আমার পরিবার আমাকে অনেক সাহায্য করেছে অভিনয়ের জন্য। অনেক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রন জানানো হয়। আমি আমার অভিনয় দেখাই। দর্শকদের আনন্দ দেয়ায়, আমিও আনন্দ পাই। রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন ( মিষ্টার বিন) লজ্জা পেলে আজকের দিনে এখন পর্যন্ত কমেডিয়ান অভিনেতাদের মধ্যে ভালো অবস্থানে থাকতে পারতেন না। আমি লজ্জা পাই না। অন্য একটি প্রশ্নের জবাবে সালমান আহমেদ জানান, আমি আমার অভিনয় শিল্পকে জাতীয় পর্যায় পর্যন্ত নিয়ে যেতে চাই। আমি আমার অভিনয়কে আরো ভালোভাবে রপ্ত করতে চাই। তবে ভিডিও এডিটিং নিয়ে আমার কিছু করার ইচ্ছা রয়েছে। পড়ালেখার পাশাপাশি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। সালমান বলেন, ২০২১ সালের জুন মাসের ১৫ তারিখ থেকে আমি আমার অভিনয়ের ভিডিও শেয়ারিং শুরু করি। আমার একটি ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে। আমি চাই মানুষকে সুস্থ বিনোদন দিতে। মানুষ আনন্দ পাক। পর্দার মিষ্টার বিন কথা না বলেই হাজারো দর্শকদের আনন্দ দিয়েছেন। আমিও চাই মানুষকে আনন্দ দিতে। সবার কাছে সালমান আহমেদ তার ভবিষ্যৎ জীবণের জন্য দোয়া চেয়েছেন। উল্লেখ্য, রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন (মিষ্টার বিন) একজন ব্রিটিশ লেখক, অভিনেতা এবং কমেডিয়ান। তিনি সুপরিচিত মিস্টার বিন, সিটকম্ ব্লাকাডার এবং নট দ্য নাইন ও’ক্লক নিউস ব্যঙ্গরচনা স্কেচ শোর জন্য। তাকে ব্রিটিশ ৫০ জন কৌতুক অভিনেতাদের একজন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ১৯৫৫ সালের ৬ জানুয়ারি ইংল্যান্ডের ডুরহাম বিভাগের কনসেটে জন্মগ্রহণ করেন মি. বিন। তার পুরো নাম রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন হলেও ডাক নাম রো। তার বাবার নাম এরিক অ্যাটকিনসন এবং মায়ের নাম এলা মে। তার বাবা এরিক অ্যাটকিনসন একজন কৃষক এবং একটি কোম্পানির পরিচালক ছিলেন। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট মি. বিন। ব্যক্তিগত জীবনে রোয়ান খুবই চুপচাপ স্বভাবের। প্রয়োজনের অতিরিক্ত কথা বলতে তার মোটেও ভালো লাগে না। আর কথা কম বলতে পছন্দ করেন বলেই হয়তো মি. বিন চরিত্রে এর প্রতিফলন দেখা যায়। ছোট থেকে বড় সকলেই মিষ্টার বিনকে চেনেন একজন আনন্দ দায়ক চরিত্র হিসেবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA