মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নড়াইলের কালিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ঐক্যবদ্ধ সালামাবাদ ইউনিয়নের একক প্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর সমর্থন পেয়েছেন কালিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম নাজমুল হক প্রীন্স। সোমবার বিকেলে ইউনিয়নবাসীর আয়োজনে জোকা—বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় সমর্থন জানান ইউনিয়নের সর্বস্তরের জনগণ। শরীফ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোল্যা মাহাবুবুর রহমান মাহি, সাবেক চেয়ারম্যান এফ এম শামীম আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল হোসেন জন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এফ এম সোহাগ, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ববিতা বেগম, এমপির ব্যক্তিগত সহকারী হিরাজুল ইসলাম হীরাসহ ইউনিয়নের সকল ওয়ার্ড সদস্য ও প্রতিটি গ্রাম থেকে আসা গন্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা বলেন, উপজেলার উন্নয়নে এস এম নাজমুল হক প্রীন্স একজন যোগ্য প্রার্থী। ঐক্যবদ্ধ ইউনিয়নবাসীর একক প্রার্থী হিসাবে সকলে নাজমুল হকের পাশে থাকলে জয় সুনিশ্চিত বলে তারা মন্তব্য করেন। এ ছাড়া এ বিষয়ে ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিরা জাতীয় সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির সাথেও কথা বলবেন বলে জানান। এ সময় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা সকল শ্রেণীপেশার মানুষ বক্তাদের সাথে একাত্মতা পোষন করে বিজয় ধ্বনিতে মাতিয়ে তোলে সভাস্থল। চেয়ারম্যান প্রার্থী নাজমুল হক প্রীন্স বলেন, ছাত্র জীবন থেকেই তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী পাশে থাকলে আমাদের জয় সুনিশ্চিত হবে। আর সে লক্ষ্যকে সামনে রেখে সকলকে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA