বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন
দেশ প্রতিবেদক, ফুলতলা :
খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিতান কুমার মন্ডল বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে বিশ্বসাহিত্যের দরবারে পৌছিয়ে দিয়েছেন। আর তার উদ্ভাবনী এ কর্মকান্ডে প্রেরণা যুগিয়েছে সুযোগ্য সহধর্মীনী মৃণালিনী দেবী ওরফে ফেলি। তবে বর্তমান প্রজন্ম সাহিত্য চর্চায় অনেক পিছিয়ে। রবীন্দ্র চর্চার মাধ্যমে তাদেরকে জাগিয়ে তুলতে হবে। মানবিক ধর্মকে রবীন্দ্রনাথ তাঁর জীবনের শেষ গন্তব্যস্থল মনে করতেন। তিনি কোন ধর্মের ব্যাপারে স্থায়ী বিশ্বাস স্থাপন করতে পারেনি। কারণ তিনি বিশ্বাস করতেন মানুষের মঙ্গলই হলো পরম ধর্ম। সাংস্কৃতি মন্ত্রনালয় ও জেলা প্রশাসন আয়োজনে বৃহস্পতিবার বিকালে দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে মৃণালিনী মঞ্চে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী আলোচনা অনুষ্ঠানে দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন ওসি মোঃ রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএল কলেজের সাবেক অধ্যক্ষ সাধন রঞ্জন ঘোষ, সাংবাদিক বিধানদাস গুপ্ত, সাংবাদিক তাপস কুমার বিশ^াস, শেখ মনিরুজ্জামান মোঃ নেছার উদ্দিন প্রমুখ। “রবীন্দ্র সাহিত্যে বহুমাত্রিকতা” বিষয়ে মুখ্য আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তানভীর দুলাল। পরে শিল্পীদের পরিবেশনায় কবিতা আবৃতি, রবীন্দ্র সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন এ্যাড. মিনা মিজানুর রহমান, অনুপম মিত্র।
ছবিঃ ফাইল ফটো
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA