মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন
দেশ প্রতিবেদক, ঝিনাইদহ :
বিদেশী প্রভুদের পদলেহন করে ক্ষমতাসীন সরকার এ দেশের মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় ভোট বর্জনের আহবান জানিয়ে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের ক্ষমতাসীন যে সরকার। সেই সরকার সম্পুর্নরুপে একটি ফ্যাসিস্ট সরকার। এর রাষ্টযন্ত্রকে সম্পুর্ণরুপে দখল করে নিয়ে বাংলাদেশকে স্বৈরাচারী রাষ্টে পরিণত করেছে। বাংলাদেশকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে এই সরকার। বাংলাদেশের রাজনীতি ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থা সম্পুর্নরুপে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে আমাদের এই প্রিয় মাতৃভুমি, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তারা জলাঞ্জলী দিবে। তাই এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে নেতাকর্মীদের বিদ্রোহ করার আহŸান জানান তিনি। কর্মসূচীতে বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কি, যুবদলের আহŸায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব সাদাত হোসেন, ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শুরুতে শহরের কবিরপুর মোড় এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করেন নেতাকর্মীরা। সেখান থেকে শুরু করে নতুন ব্রীজ এলাকায় গিয়ে কর্মসূচী শেষ করেন। কর্মসূচীতে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA