দেশ প্রতিবেদক, মেহেরপুর :
জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ শাহনাজ বেগম (৩০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক শাহনাজ বেগম ওই গ্রামের মোল্লাপাড়া এলাকার কামরুল ইসলামের স্ত্রী। রোববার (১৯ মে) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) সাহেব আলী ও এসআই নুর মোহাম্মদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ শাহানাজ বেগমকে গ্রেপ্তার করেন। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তেঁতুলবাড়িয়া গ্রামের মোল্লাপাড়া এলাকার কামরুল ইসলামের বাড়িতে মাদকদ্রব্য মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তার বসতবাড়ির একটি কক্ষ থেকে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় চার কেজি গাঁজা জব্দ করা হয়। অভিযানের কথা টের পেয়ে কামরুল ইসলাম পালিয়ে গেলেও তার স্ত্রী শাহানাজ বেগম গাঁজাসহ গ্রেপ্তার হন। এ ঘটনায় দুজনকে আসামি করে ডিবি পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটক শাহানাজ বেগমকে গাঁজাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,মেয়র, খুলনা সিটি কর্পোরেশন। সম্পাদক: মো: মুন্সি মাহবুব আলম সোহাগ। আইটি ইনচার্জ : মোঃ নাঈমুজ্জামান শরীফ । প্রকাশনা, বার্তা ও বাণিজ্যিক বিভাগ: "জাহান মঞ্জিল" ৪০, সিমেট্টি রোড (বেণী বাবু রোড), ফুলমার্কেট, খুলনা। dailydeshsanjog@gmail.com, sohagkhulna@gmail.com, online.deshsanjog.news@gmail.com যোগাযোগ করুন: info@deshsanjog.com</p>
দৈনিক দেশ সংযোগ