মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন
গণ বিজ্ঞপ্তিঃ
জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকার স্মারক নং-৪৪.০০.০০০০.০৭৯.০১.০০৩.২৪-১৭৮, তারিখ-২৪/০৪/২০২৪খ্রিঃ এর আলোকে আগামী ০৫ জুন, ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদের ৪র্থ ধাপের নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ/১৯৮৫ এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচনী এলাকার (লবনচরা ও হরিণটানা থানাধীন জলমা ইউনিয়ন) মধ্যে আগামী ০২ জুন, ২০২৪ তারিখ হতে ১২ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত সকল বৈধ অস্ত্রের মালিক/লাইসেন্সধারীগণ কর্তৃক অস্ত্র বহন, অস্ত্র প্রদর্শন এবং অস্ত্রসহ চলাফেরা করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ আদেশ ষষ্ঠ উপজেলা পরিষদের ৪র্থ ধাপের নির্বাচন কাজে আইন-শৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত সকল বাহিনীর সদস্য ও বিভিন্ন সরকারি, আধা সরকারী এবং বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমুহে নিয়োজিত প্রহরীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ আদেশ জনস্বার্থে জারী করা হলো।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA