• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন

×

রূপসায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত-৩০ ফেরদৌসের কর্মী সমর্থকেরা বাড়ি ছাড়া

  • প্রকাশিত সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৪৩ পড়েছেন

রূপসা প্রতিনিধিঃ

রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় সংসদ সদস্য এবং জেলা ও মহানগর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের একটি বৃহৎ অংশের নেতৃবৃন্দের বিভেদ প্রকাশ্যে রূপ নেওয়ায় বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্যে নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করে তুলেছিল। যার প্রভাব নির্বাচন পরবর্তী সময়েও থাকতে পারে বলে আগে থেকেই ধারণা করা যাচ্ছিল।যার প্রতিফলন ৫ জুন নির্বাচনে ভোট গ্রহণের ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী প্রার্থী এস এম হাবিবের (দোয়াত কলম) প্রতীকের অতি উৎসাহী নেতাকর্মী ও সমর্থকেরা পরাজিত প্রার্থী অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ এর (কাপ-পিরিচ) প্রতীকের নেতাকর্মী ও সমর্থকদের উপর ৫ তারিখ রাত থেকে হামলা শুরু হয়। উপজেলার বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। জাবুসা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, ভ্যান চালক কামাল, হবি বিহারি, সুমন, শাহেদ, সন্ত্রাসী হামলার ঘটনায় পর থেকে ফয়সাল, ইয়াসিন, মুস্তাকিন, নিখোঁজ রয়েছেন। দেয়ারা গ্রামের শাওন, শামীর, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের বাড়ির গেট ভাংচুর রাজাপুরে মোহাম্মদ আলী ব্যাপারী, মৈশাঘুনিতে আছাব মোড়ল, নাহিদ শেখ, বাঁধালে শাহনাজ মল্লিক, ইসরাইল ইজারাদার, লাবনি, মৈশাঘুনি ইয়াসমিন আক্তার, দীপালী বেগম, সামন্তসেনায় হাবিবুর রহমান, মজিদ ফরিদ, আমদাবাদে লিলি বেগম, শাকিল, সজীব,সাগর হাওলাদারসহ উপজেলার আরো অনেকে হামলা শিকার হয়েছেন এদের মধ্যে এখনো অনেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে (কাপ-পিরিচ) সমর্থকদের ঘর-বাড়ি এক প্রকার পুরুষ শূন্য হয়ে পড়েছে। বাড়িতে অবস্থানরত মহিলা ও শিশুরা আতঙ্কে দিন কাটাছেন। উপজেলার বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে সন্ত্রাসীরা মহিলাদের উপরও হামলা চলিয়েছে। এই ধরনের  নারকীয় ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে তারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। রূপসায় উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতা দমনে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইতি মধ্যেই সরদার ফেরদৌস আহমেদ খুলনা জেলা পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছেন এবং ৮ জুন খুলনা প্রেসক্লাবে নির্বাচন পরবর্তী সন্ত্রাসী ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়ে সংবাদ সন্মেলন করেছেন।

উল্লেখ্য,নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় দোয়াত কলমেরও বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন। এ ঘটনায় রূপসা থানায় ৬ এবং ৮ তারিখে ২টি মামলা দায়ের হয়েছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রূপসা থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA